গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
বরিশালের গৌরনদী উপজেলায় আজ শনিবার যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত কলেজছাত্রের নাম রেজাউল ইসলাম ওরফে তামিম (২১)। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গৌরনদী বাসস্ট্যান্ডের ক্যাথলিক মিশনের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আজ বেলা একটার দিকে আশোকাঠি থেকে মোটরসাইকেলে করে রেজাউল গৌরনদী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। ক্যাথলিক মিশনের সামনে এসে পৌঁছালে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় রেজাউলকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রেজাউল উপজেলা সদরের চরগাধাতলী গ্রামের মাসুদুর রহমানের ছেলে। তিনি সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ভুঁইয়া জানিয়েছেন, নিহত রেজাউল উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, হাইওয়ে পুলিশ বাসটিকে ধাওয়া করে আটক করেছে। চালক পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।