গোল্লাছুটে গল্প লিখে পুরস্কার পেল ৬ খুদে লেখক

প্রথম আলোর ছোটদের পাতা গোল্লাছুট আয়োজিত ‘এসো গল্প লিখি ২০২২’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সঙ্গে বাঁ থেকে মীর রাগীব তাজওয়ার, সারাহ তাসনীম, আফরা ইবনাত, নাজিফা নাওয়ার, রাফা তাসনিয়া ও মুমতাহিনা মিজান। সোমবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে।
ছবি: সাবিনা ইয়াসমিন

‘...রোজ সকালে ঢং ঢং করে ঘড়ির ঘণ্টা বাজলেই নাতি-নাতনিকে ডেকে দিত বুড়ো ডাইনোসর। ঘুম চোখেই ওদের ছুটতে হতো স্কুলে।...একদিন বুড়ো ডাইনোসরের নাতি-নাতনিরা ঠিক করল, দেয়ালঘড়িটা ভেঙে ফেলবে।...ঘড়ি না থাকায় বাধল ভীষণ গণ্ডগোল। আর সময় দেখতে পারে না বুড়ো ডাইনোসর।...কোনো দিন সে মাঝরাতে উঠে নাতি-নাতনিকে ঘুম থেকে জাগায়। কোনো দিন....’—এমন এক মজার পরিণতি দিয়ে শেষ হয়েছে খুদে লেখক আফরা ইবনাত আরিশার ‘ডাইনোসরের বিপদ’ নামের গল্পটি।

রাজধানী ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণিতে পড়া আফরার ‘ডাইনোসরের বিপদ’ গল্পটি এবার প্রথম আলোর ছোটদের পাতা গোল্লাছুট আয়োজিত ‘এসো গল্প লিখি ২০২২’ প্রতিযোগিতার ‘ক’ বিভাগ থেকে প্রথম পুরস্কার জিতেছে।

সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আফরাসহ ছয় খুদে লেখকের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

এবারের প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) থেকে তিনজন এবং ‘খ’ বিভাগ থেকে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) তিনজন—মোট ছয়জন খুদে গল্পকার পুরস্কার পেয়েছে। পুরস্কারপ্রাপ্ত বাকি পাঁচ খুদে লেখক হচ্ছে ‘ক’ বিভাগ থেকে দ্বিতীয় ঢাকার সাউথ ব্রিজ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র মীর রাগীব তাজওয়ার, তৃতীয় ঢাকার ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নাজিফা নাওয়ার, ‘খ’ বিভাগ থেকে প্রথম নারায়ণগঞ্জের বিবি মরিয়ম বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সারাহ তাসনীম, দ্বিতীয় রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রাফা তাসনিয়া ও তৃতীয় ঢাকার ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্রী মুমতাহিনা মিজান।

প্রথম পুরস্কার বিজয়ীকে পাঁচ হাজার টাকার বই, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে তিন হাজার এবং তৃতীয় পুরস্কার বিজয়ীকে দুই হাজার টাকার বই দেওয়া হয়। প্রত্যেককে সনদও দেওয়া হয়েছে।


বিজয়ী গল্পগুলো ছাপা হয়েছে গোল্লাছুট পাতায়। কারও গল্পে চলে যাওয়া যাচ্ছে টাইম মেশিনে চড়ে ডাইনোসরের ‘ক্রিটেশিয়াস যুগে’। কারও গল্পে ‘ধাপ্পা ভূত’ নামের এক ভূতের মানুষকে ভয় দেখানোর পরীক্ষায় পাসের চেষ্টা। কেউ তার গল্পে ডালিমের জুসকে ‘রক্তের জুস’ কল্পনা করে রোমহর্ষক বর্ণনা দিয়েছে। কারও গল্পে রয়েছে বাড়ির লাল গরু পল্টুর জন্য ‘খড়ের খোঁজে বৃহস্পতি’ গ্রহের বাজার ঘুরে আসা। কারও গল্পে ‘মায়া শিয়াল’–এর চোখে তাকিয়ে সম্মোহিত হয়ে শিয়াল পালার শখ জাগার কথা লেখা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম আলোর ফিচার বিভাগের সম্পাদক সুমনা শারমীন। তিনি জানান, এ বছরের ফেব্রুয়ারি মাসে খুদে লেখকদের কাছে গল্প আহ্বান করেছিল গোল্লাছুট। প্রায় এক মাসে ই-মেইল, সরাসরি ও ডাকযোগে গল্প জমা পড়েছিল এক হাজারের বেশি।

অনুষ্ঠানে খুদে লেখকেরা তাদের সঙ্গে আসা মা–বাবা, ভাইবোন ও স্বজনদের পরিচয় করিয়ে দিয়েছে। ‘রক্তের জুস’ গল্পটির জন্য ‘খ’ বিভাগে প্রথম হওয়া সারাহ তাসনীম জানায়, সে লেখক হতে চায়। গোল্লাছুটে লেখা ছাপা হবে, এমন স্বপ্ন ছিল তার।
ওই বিভাগে ‘মায়া শিয়াল’ গল্পের জন্য তৃতীয় পুরস্কার পাওয়া মুমতাহিনা মিজান গল্পটি লেখার ঘটনা তুলে ধরে বলে, ‘রাতে বাবা খাওয়ার সময় গল্প শোনান। আমার লেখা শুনলেই বাবা প্রশংসা করবে। তাই নাম গোপন করেই গল্পটি পড়ে শোনালাম। বাবা গল্পটি খুবই পছন্দ করছিলেন। আমি লিখেছি শুনে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না।’

‘ক’ বিভাগে ‘ধাপ্পা ভূত’ নামের গল্প লিখে তৃতীয় পুরস্কার পাওয়া নাজিফা নাওয়ারের মা সরকারি কর্মকর্তা মোসা. নার্সিন সুলতানা বলেন, বড় বোনের কাছে গল্প শুনতে শুনতে নাজিফার বইয়ের প্রতি আগ্রহ জন্মেছে। আরও ছোট বয়স থেকে লেখালেখি করে। গত বছর নাজিফার লেখা নিয়ে তাঁরা ‘স্বপ্নের দুনিয়া’ নামে একটি বই প্রকাশ করেন।

অনুষ্ঠানে গান ও আবৃত্তি শোনায় দুই বিজয়ী। এ ছাড়া গান পরিবেশন করেন গোল্লাছুটে বিজয়ীদের প্রকাশিত গল্পগুলোর অন্যতম অলংকরণ শিল্পী আরাফাত করিম।

অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রত্যাশা করেন, খুদে লেখকেরা বড় হয়ে পাশে থেকে প্রথম আলোকে আরও ১০০ বছর টিকিয়ে রাখবে। পাঠকের আস্থা ও বিশ্বাসই প্রথম আলোর বড় শক্তি, স্বীকৃতি ও পুরস্কার বলে উল্লেখ করেন তিনি।

খুদে লেখকদের লেখালেখি চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, যারা পুরস্কার পেয়েছে, তাদের কেউ লেখক হতেও পারে, না–ও হতে পারে। তবে বই পড়তে হবে। বড় মানুষ, ভালো মানুষ, সফল মানুষ হতে হলে বই পড়তে হবে।

খুদে লেখকদের পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠার জন্য পড়া ও লেখালেখির পাশাপাশি খেলাধুলার সঙ্গেও যুক্ত থাকার আহ্বান জানান প্রথম আলোর অনলাইন ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোল্লাছুট সম্পাদক মাহফুজ রহমান।