কেন্দ্রীয় ছাত্রলীগের ‘কমিটি বাণিজ্য’ নিয়ে সংবাদ প্রকাশ, দেশ রূপান্তরকে আইনি নোটিশ

ছাত্রলীগ

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করায় দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব, প্রকাশক মাহির আলী খান ও প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে৷

আজ বৃহস্পতিবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওমর ফারুকের মাধ্যমে নোটিশটি পাঠিয়েছেন৷

গতকাল বুধবার দৈনিক দেশ রূপান্তরের ছাপা ও অনলাইন সংস্করণে ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে প্রকাশিত সংবাদে আল নাহিয়ান ও লেখকের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ তোলা হয়৷ ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশে ওই সংবাদটিকে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ বলে দাবি করা হয়৷ এতে দেশ রূপান্তরকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকিও দেওয়া হয়েছে৷

আইনি নোটিশে দেশ রূপান্তরের সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রকাশকের উদ্দেশে বলা হয়, গতকাল (৬ জুলাই) দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ও মুদ্রিত মাধ্যমে ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে একটি মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন মুদ্রণ, লিখন, প্রচার ও প্রকাশ করে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রাচীনতম এ সংগঠনের সুনাম, গৌরব ও ঐতিহ্যে আঘাত করে মানহানি করা হয়েছে, যা দেওয়ানি ও ফৌজদারি অপরাধ৷ ইচ্ছাকৃতভাবে ও জ্ঞাতসারে মিথ্যা সংবাদ জানা সত্ত্বেও ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্যে আঘাত করাসহ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সব নেতা-কর্মীকে অপমান-অপদস্থ ও হেয়প্রতিপন্ন করার অভিপ্রায়ে এই প্রতিবেদন ছাপা ও ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইনেও অপরাধ৷

আইনি নোটিশে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানটিকে ভুল স্বীকার করে ইলেকট্রনিক ও ছাপা মাধ্যমে ক্ষমা চাইতে বলা হয়েছে৷ অন্যথায় দেশের প্রচলিত দেওয়ানি, ফৌজদারি ও ডিজিটাল নিরাপত্তা আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷