কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ময়লার ভাগাড়ে
চট্টগ্রামে ময়লার ভাগাড়ে পড়ে ছিল এক নবজাতকে লাশ। আজ মঙ্গলবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিপরীতে কাসেম মঞ্জিলের গেটের পাশে ময়লার ভাগাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নবজাতকের বয়স এক দিন। ময়লার ভাগাড়ে পুরোনো কাপড়ে মোড়ানো ছিল নবজাতক কন্যাশিশুটি। তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নবজাতকের লাশ সুরতহাল করে দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে পাঠানো হয়েছে।