কলেজের ফটক ধসে নিহত ৪
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি কলেজের পাকা ফটক ধসে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯ জন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার গুল্টা শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার গাবড় গাড়ি গ্রামের তোজাম্মেল হক (৫৫), বস্তুল গ্রামের রাশিদুল ইসলাম(৩০) ও বগুড়ার শেরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আসিফ (১২)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান প্রথম আলোকে জানান, নিহত ব্যক্তিদের মধ্যে অজ্ঞাত একজন জেলার শাহজাদপুর তালগাছি হাট এলাকার গরু ব্যবসায়ী বলে ধারনা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর।
ওই কলেজের প্রভাষক আবুল বাশার জানান, কলেজের সৌন্দর্যবর্ধনের জন্য তিন মাস আগে পাকা ফটকটি নির্মাণ করা হয়েছে। কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ফটকটি ধসে এ দুর্ঘটনা ঘটল। ঘটনার পরপরই রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ছিল গুল্টাবাজারের হাটবার। কলেজ চত্বরেও গরুর হাট বসে। বিকেল চারটার দিকে হাট যখন জমে উঠে, তখন আকস্মিকভাবে কলেজের পাকা ফটক ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই তাড়াশ ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।