কথাসাহিত্যিক বাদল সৈয়দের ‘আকাশে অনেক মুখ’ বইয়ের প্রকাশনা উৎসব
কথাসাহিত্যিক বাদল সৈয়দের মুক্তিযুদ্ধের গল্প সংকলন ‘আকাশে অনেক মুখ’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বাতিঘর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটি প্রকাশ করেছে ‘সুবর্ণ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন টেলিভিশন উপস্থাপক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক জামিল আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আকাশে অনেক মুখ’ বইটির গল্পগুলোর পটভূমিতে রয়েছে মুক্তিযুদ্ধ। গল্পগুলোতে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিরও পরিচয় পাওয়া যায়, যা রচনা হিসেবে গল্পগুলোকে ভিন্ন তাৎপর্য দিয়েছে।
বইটি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মুক্তিযুদ্ধের যে ছকবাঁধা গল্প-উপন্যাসের সঙ্গে আমরা সচরাচর পরিচিত, এ গল্পগুলো মোটেও সে রকম নয়। গল্পগুলো পড়তে শুরু করে প্রথম দিকে হয়তো টেরই পাওয়া যায় না, এর কাহিনির সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক আছে। একটা পর্যায়ে বা একবারে শেষে এসে যখন সেটা আবিষ্কৃত হয়, তখন পাঠকের জন্য তা এক বিরাট চমক হয়ে দেখা দেয়।’