গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচির (পদাবিক) আওতায় ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য এ ঋণ বিতরণ করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মতিউর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান। অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য ইউএনও উপজেলার উত্তরগাঁওয়ের বিত্তহীন ১৫ জন নারীর হাতে চার লাখ টাকা তুলে দেন।