উল্লাপাড়ায় বজ্রপাতে দুই ভ্যানচালকের মৃত্যু

বজ্রপাতে মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার বড় পাঙ্গাসী ও বাঙ্গালা ইউনিয়নের পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হুমায়ন কবির ও বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা বলেন, উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া থেকে যাত্রী নিয়ে বড় পাঙ্গাসী যাওয়ার পথে শ্রীপাঙ্গাসী কাশেম বিলের সড়ক সেতুর পাশে বজ্রপাতে ভ্যানচালক আবদুল আলীম (৩৮) বজ্রপাতে গুরুতর আহত হন।

এদিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রাম থেকে ভ্যানরিকশা নিয়ে গয়হাট্রা বাজারে যাওয়ার পথে বজ্রপাতে ভ্যানচালক সেলিম রেজা (৩২) বজ্রপাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত্যু ঘোষণা করেন।

আলীম উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া মধ্যপাড়া গ্রামের মৃত লাল চাঁদ প্রামাণিকের ছেলে। সেলিম রেজা উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে আহত হওয়া দুই ব্যক্তি হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় তাঁদের মৃত্যু হয়। পরে তাঁদের স্বজনেরা লাশ নিয়ে বাড়ি চলে যান।

বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস আজ সকালে প্রথম আলোকে বলেন, ওই দুজনের স্বজনেরা লাশ দুটি দাফনের ব্যবস্থা করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পরিবারকে সহায়তা করার প্রস্তুতি চলছে।