ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২২ ফেরি: নৌ প্রতিমন্ত্রী

ঈদ উপলক্ষে দৌলতদিয়া ঘাটের সর্বশেষ প্রস্তুতি দেখতে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ নিয়ে তিনি এক মতবিনিময় সভায় অংশ নেন।  উপজেলা পরিষদ মিলনায়তন, গোয়ালন্দ, ২৯ মে। ছবি: এম রাশেদুল হক
ঈদ উপলক্ষে দৌলতদিয়া ঘাটের সর্বশেষ প্রস্তুতি দেখতে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ নিয়ে তিনি এক মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তন, গোয়ালন্দ, ২৯ মে। ছবি: এম রাশেদুল হক

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল নিরাপদ ও নির্বিঘ্নে করতে ঈদুল ফিতরের আগে ২২টি ফেরি চালু থাকবে। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ থাকবে না। বাড়তি নিরাপত্তার সঙ্গে ঘাটের দেখভাল প্রশাসনের নজরদারিতে থাকবে।

আজ বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইনের সভাপতিত্বে সভার প্রধান অতিথি মন্ত্রী বলেন, ঈদের সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১১টি বড় ফেরিসহ সর্ব মোট ২২টির মতো ফেরি চালু রাখা হবে। মলম পার্টি, অজ্ঞান পার্টি বা টানা পার্টির তৎপরতা যাতে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদে বা বিশেষ উৎসবের সময় এসব দুষ্ট চক্রের তৎপরতা বেড়ে থাকে। এ সময় প্রশাসনের বাড়তি নজরদারি করতে হবে। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট দিয়ে যাত্রী বা যানবাহন পারাপারে অনিয়ম হলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জগৎজুড়ে বিখ্যাত গোয়ালন্দ ঘাটের খবর দেশব্যাপী সবার জানা। তাই গোয়ালন্দের ঐতিহ্যকে ধরে রাখতে ঘাটে নিয়োজিত সব দপ্তরের পাশাপাশি প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এমনকি যাত্রীদেরও আন্তরিক হতে হবে। স্বয়ং প্রধানমন্ত্রীর নজরদারিতে রয়েছে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ মালামাল এই রুট ব্যবহার করা হবে। এসব গুরুত্ব বিবেচনা করে এই ঘাট দুটি আরও আধুনিকায়ন করে গড়ে তোলা হবে।

মতবিনিময় সভার আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী পাটুরিয়া ঘাট ঘুরে ফেরিতে করে দৌলতদিয়ার দুই নম্বর ঘাটে পৌঁছান। সেখানে তিনি দৌলতদিয়ার ফেরি ও লঞ্চ ঘাট ঘুরে সার্বিক পরিস্থিতি দেখেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান প্রণব কান্তি বিশ্বাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মাহবুব-উল ইসলাম, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল।