ইউক্রেন থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত

ইউক্রেনের খারকিভে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি গোলা হামলা চালায় রুশ বাহিনীছবি: রয়টার্স

ইউক্রেন থেকে ভারতীয়দের পাশাপাশি এক বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। শুক্রবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে ওই বাংলাদেশির বিস্তারিত জানায়নি ভারত।

সংবাদ সম্মেলনে অরিন্দম বাগচী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে করে ইউক্রেন ছেড়ে আসা অধিকাংশ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে। ভারতীয়দের ফিরিয়ে আনার চাপ কমে যাওয়ায় এখন অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার করা সম্ভব হবে।

এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ঢাকায় সাংবাদিকদের জানান, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের সরিয়ে নিতে দেশটিতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সহযোগিতা চাওয়া হয়েছে।