মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলে সাহায্য প্রদান অব্যাহত রয়েছে। গত চার দিনে তহবিলে আরও জমা পড়েছে চার লাখ ৩৯ হাজার ৯৮৫ টাকা। এ টাকাসহ মোট জমার পরিমাণ দাঁড়াল এক কোটি ৬৭ লাখ ১৩ হাজার ৬৩৭ টাকা।
গত চার দিনে যাঁরা সাহায্য দিয়েছেন:
রণধীর বিশ্বাস ২,০০০ টাকা, মো. আবু তাহের ২,০০০ ও গুল নাহার আমিন ৫০০ টাকা, মো. রিজওয়ানুর রহমান ৯৪,৬০০, ফারহানা আজমেরী চৌধুরী ৩,০০০, সৈকত মুখার্জি ৩,০০০, জিসান চৈতি ১৪,২০০, মো. নজরুল ইসলাম ও সেলিনা আকতার ৫,০০০, রেডিও ভুবন ডটকম ৩৮,০০০, ইব্রাহিম ম্যানশন ২০,২৪০, আমান ৩০,০০০, মো. রফিকুল ইসলাম ৪,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ৫,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ৫২০, জারিফ সাহিল ৫০০ ও নাম প্রকাশে অনিচ্ছুক ১,০০০ টাকা।
নাসিমা আহমেদ ৫০,০০০, শাহানা আফরোজ ১২,০০০, গণেশ কুমার দাশ ১,২০০, কুষ্টিয়া গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট ৪,০০০, অন্তু ও নেহা ১৯,৫০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১০,৩২৫, আসমা বেগম ৫,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ৫,০০০, মো. বাবলু ১৫০, মনোয়ারা বেগম ১০,০০০, মুস্তাকিমুর রহমান ২,০০০, বিয়াম ল্যাবরেটরি স্কুল ৫,০০০, মো. মাহিতাব মোর্শেদ ২০,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ৩,৭৫০, ডা. সাদিকুল মান্নান ৫০,০০০, এনামুল হক ১৫,০০০ ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ৩,৫০০ টাকা। চার দিনের জমা ৪,৩৯,৯৮৫ টাকা। আগের জমা ১,৬২,৭৩,৬৫২ টাকা। গতকাল পর্যন্ত মোট জমা ১,৬৭,১৩,৬৩৭ টাকা।