আগুনে পুড়ল রাসুর স্বপ্ন
আর মাত্র কিছুদিন। এর পরই চিকিৎসক হয়ে পরিবারের স্বপ্ন পূরণ করতে পারতেন পাবনার বেড়া উপজেলার ইমতিয়াজ আহমেদ রাসু। কিন্তু ঢাকার চকবাজারের আগুন সেই স্বপ্ন নিভিয়ে দিয়েছে। রাসুর পরিবারে এখন শুধুই মাতম।
উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নতুনভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে রাসুর বাড়ি। বাবা নজরুল ইসলাম নতুনভারেঙ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। চিকিৎসক করার স্বপ্ন নিয়ে ঢাকার একটি প্রাইভেট ডেন্টাল কলেজে ছেলেকে ভর্তি করিয়েছিলেন তিনি। ওই কলেজে শেষ বর্ষে পড়তেন রাসু। পাশাপাশি চকবাজারের একটি ডেন্টাল ক্লিনিকে প্র্যাকটিসও করতেন। আর কিছুদিন পরেই পুরোপুরি চিকিৎসক হতেন রাসু।
চকবাজারের আগুন লাগার সময় রাসু ডেন্টাল ক্লিনিকে ছিলেন। আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতেই শনাক্ত শেষে রাসুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজ গ্রামে তাঁকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাসুরা দুই ভাই, তিন বোন। বড় দুই বোনের বিয়ে হয়েছে। ছোট ভাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছোট বোন উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্রী।
রাসুর বাবা নজরুল ইসলাম বলেন, ‘ওর স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে এলাকার মানুষের সেবা করার। চিকিৎসক হওয়ার পেছনে ওর নিজের যেমন প্রচণ্ড আগ্রহ ছিল, তেমনি আমিসহ পরিবারের সবারই এ নিয়ে স্বপ্ন ছিল। আগুনে সব স্বপ্ন শেষ হয়ে গেল।’