আগামীর বাংলাদেশ বিনির্মাণের ভাবনা নিয়ে শুরু ‘নেক্সট ৫০’
বাংলাদেশ নিজস্ব নানা উন্নয়নের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে। এগিয়ে চলার এই গতি অব্যাহত রেখে আগামী ৫০ বছরের পরিক্রমা কেমন হবে, তা ভাবছেন দেশের একদল খ্যাতনামা স্থপতি,পরিকল্পনাবিদ ও গবেষক। শাহ সিমেন্টের সঙ্গে স্থপতি, স্থাপত্যের শিক্ষার্থী ও সৃজনশীল ব্যক্তিদের প্ল্যাটফর্ম কনটেক্সট বিডি এবং ওপেন স্টুডিও যৌথভাবে আয়োজন করেছে ‘নেক্সট ৫০’ । মূলত আগামীর বাংলাদেশকে নিয়ে গবেষণা ও বাস্তবায়নের একটি সমন্বিত মাধ্যম হিসেবে কাজ করবে তারা। যার আনুষ্ঠানিক সূচনা ‘নেক্সট ফিফটি-কানেকটিং বাংলাদেশ’-এর মাধ্যমে।
দেশের ভবিষ্যৎ স্থাপত্য ও পরিকল্পনার ধারণা নিয়ে গবেষণা করছেন এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ধরনের রূপকল্প তৈরির কাজ এটিই প্রথম। এতে দেশ-বিদেশের স্থপতিদের ভাবনাগুলো একটি বই আকারে সংকলন করা হচ্ছে। পাশাপাশি থাকছে ওয়েবসাইট ও বিভিন্ন অংশগ্রহণমূলক উদ্যোগ। বিশ্বের ১৩টি দেশ থেকে বিশেষজ্ঞরা এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। বাংলাদেশের ১৪টি এবং বিভিন্ন দেশের ২৯টি বিশ্ববিদ্যালয়সহ ৮টি স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা থেকে স্থপতি ও গবেষকেরা তাঁদের প্রবন্ধ জমা দিয়েছেন নেক্সট ৫০–এর প্রথম প্রকাশনায়।
দেশের দেড় শতাধিক স্থপতি ও পরিকল্পনাবিদকে নিয়ে ২১ মার্চ রাজধানীর একটি হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নেক্সট ৫০–এর আনুষ্ঠানিক সূচনা হলো, পাশাপাশি বইয়ের মোড়ক উন্মোচনও করা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে শাহ্ সিমেন্টের পক্ষে আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর নওশাদ চৌধুরী সম্মিলিতভাবে এই প্রয়াসগুলো নিয়ে কাজ করতে সবাইকে আহ্বান জানান।
নেক্সট ফিফটি কালেকটিভ ফিউচার প্রকাশনার এডিটরিয়াল প্যানেলের প্রধান ফুয়াদ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক আবু সায়ীদ এম আহমেদ, অধ্যাপক ইশরাত ইসলাম, অধ্যাপক জাকিউল ইসলাম ও অধ্যাপক জয়নাব ফারুকী আলী। তাদের আলোচনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে টেকসই ব্যবস্থাপনা ও পরিবেশগত দিকগুলোর পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণের দিকগুলোও প্রাধান্য পায়। পাশাপাশি নগর ও অঞ্চলের পরিকল্পনার নানা সংকট, সীমাবদ্ধতা, সম্ভাবনা ও স্থাপত্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি নিয়েও কথা বলেন তাঁরা।
অনুষ্ঠান শেষে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওপেন স্টুডিওর স্থপতি তানজিল শফিক ও কনটেক্সট বিডির পক্ষে স্থপতি সাইমুম কবির তাঁদের পরবর্তী পরিকল্পনার কথা তুলে ধরেন। বছরব্যাপী নেক্সট ৫০ আউটরিচ প্রোগ্রামে অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্রতিযোগিতা, সিম্পোজিয়াম, অ্যাওয়ার্ড, এক্সিবিশন অন্তর্ভুক্ত থাকবে। পুরো আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে শাহ্ সিমেন্ট।