আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে চট্টগ্রাম-সিলেট রেলপথের আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ ট্রেন আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাত ওই নারী রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, জালালাবাদ ট্রেনের নিচে কাটা পড়ে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।