আখাউড়া বন্দর দিয়ে ফের মাছ রপ্তানি শুরু
ভারতের ত্রিপুরায় রপ্তানি করা মাছ ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের মাছ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়।
স্থলবন্দর সূত্র জানায়, ত্রিপুরা রাজ্যে রপ্তানি করা মাছবাহী ট্রাক গত ৯ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। ট্রাকটি শিলচর যাওয়ার পথে আগরতলার রামনগর এলাকায় স্থানীয় ক্ষমতাসীন দলের যুব সংগঠনের কয়েকজন ট্রাক ছিনতাই করেন। ওই ট্রাকে ১২৭টি কার্টনে ৬ হাজার ৩৫০ কেজি মাছ ছিল। যার মূল্য ১৫ হাজার ৮৭৫ ডলার। ছিনতাইয়ের ঘটনার পর ওই দিনই আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। পরে দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান হয়।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফোরকান আহাম্মদ খলিফা বলেন, ছিনতাইয়ের পর মাছ আমদানি-রপ্তানি বন্ধ করে দেন দুই দেশের ব্যবসায়ীরা। পরে ত্রিপুরা রাজ্যের স্থানীয় বিধায়ক সুরঞ্জিত দত্ত ও বাংলাদেশের আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফার মধ্যে ভিডিও কনফারেন্সে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়। এরপর দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে ফের মাছ রপ্তানি শুরু হয়েছে।