আইনজীবী সমিতিতে ৬ কোটি ৭০ লাখ টাকার চেক হস্তান্তর করলেন অ্যাটর্নি জেনারেল

আইনীজীবীদের প্রধানমন্ত্রীর দেওয়ার প্রণোদনার চেক হস্তান্তর করছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। মঙ্গলবার, ঢাকা আইনজীবী সমিতি ভবন
ছবি: সংগৃহীত

আইনজীবীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রণোদনার ২০ কোটি টাকার মধ্যে ঢাকা আইনজীবী সমিতির নেতাদের হাতে ৬ কোটি ৭০ লাখ ১৫ হাজার ৮৭৫ টাকার চেক তুলে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আজ মঙ্গলবার বিকেলে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ওই চেক তুলে দেন অ্যাটর্নি জেনারেল, যিনি পদাধিকারবলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান।

এর আগে আইনজীবীদের জন্য ২০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অর্থ বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে সারা দেশের আইনজীবীদের দেওয়া হবে বলে গত বছরের সেপ্টেম্বরে জাতীয় সংসদের অধিবেশনে জানান আইনমন্ত্রী আনিসুল হক। প্রণোদনার পুরো অর্থ বার কাউন্সিলের অ্যাকাউন্টে জমা হবে জানিয়ে সেদিন আইনমন্ত্রী বলেন, ‘এই চেক বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাকাউন্ট আছে, সেখানে যাবে। বাংলাদেশ বার কাউন্সিল একটা নীতিমালা ঠিক করবে, তারা কীভাবে সেটা সারা দেশের আইনজীবীদের দেবে।’

এর ধারাবাহিকতায় বিকেলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৬ কোটি ৭০ লাখ ১৫ হাজার ৮৭৫ টাকার চেক তুলে দেন। এ সময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফিরোজুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আইনজীবীদের প্রতি প্রধানমন্ত্রীর সব সময় সুদৃষ্টি আছে, যার বহিঃপ্রকাশ প্রণোদনার এই অর্থ। এ জন্য আইনজীবীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রণোদনার বাকি অর্থ পর্যায়ক্রমে সারা দেশের আইনজীবী সমিতিতে পৌঁছে দেওয়া হবে।’
করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন পেশাজীবীদের প্রণোদনা দিয়েছে।