অধস্তন আদালত: রেড জোনের বসবাসকারী কর্মীরা সাধারণ ছুটিতে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনাভাইরাসের সংক্রমণের কারণে রেড জোন এলাকার অধস্তন আদালত এবং এ অঞ্চলে বসবাসকারী অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা সরকারঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে। তবে সাধারণ ছুটির সময়ে আদালতের কোনো কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে আজ মঙ্গলবার কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবিধানিক বাধ্যবাধকতায় রেড জোনসহ দেশের প্রতিটি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জরুরি মামলার জন্য এক বা একাধিক ম্যাজিস্ট্রেট কর্তব্যরত থাকবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে গতকাল সোমবার জানানো হয়, রেড জোনে অবস্থিত সামরিক বা অসামরিক সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরগুলো এবং এই দুই ধরনের এলাকায় বসবাসকারী ওই সব দপ্তরের চাকরিজীবীরা সাধারণ ছুটির আওতায় থাকবে।

তবে কোন এলাকাগুলো লাল ও হলুদ এলাকায় পড়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি সরকার।