অতিথি পাখির মেলা
শীতের হাওয়ায় কাঁপন লাগতে না লাগতেই সিলেটের বিভিন্ন হাওরে আসতে শুরু করেছে পরিযায়ী অতিথি পাখি। হাওরগুলোয় তারা নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে। পুরো শীতকাল তারা এখানেই কাটিয়ে দেবে। তাদের দেখে মনে হয়, হাওরে যেন অতিথি পাখির মেলা বসেছে। তাদের কলতানে মুখর হাওর। তারা কখনো কচুরিপানার পাতার ফাঁকে দল বেঁধে বসে থাকে, আবার কখনো ঝাঁক বেঁধে আকাশে ওড়ে। তাদের কিচিরমিচির আওয়াজ ও ওড়াউড়ি দেখে দর্শনার্থীরাও মুগ্ধ। সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুলের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের জলাশয় এলাকা থেকে ৫ ডিসেম্বর ছবিগুলো তোলা।