জেট টি-২০ ক্রিকেট জিনিয়াস: কুইজে পুরস্কার জিতলেন যাঁরা

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪’ উপলক্ষে প্রথম আলো ডটকমের আয়োজনে ‘জেট টি-২০ ক্রিকেট জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে পুরস্কার হাতে বিজয়ীদের একাংশ। ঢাকা, ১৬ নভেম্বর ২০২৪ছবি: প্রথম আলো

টি-২০ বিশ্বকাপ ২০২৪ উপলক্ষে প্রথম আলো ডটকমের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জেট টি-২০ ক্রিকেট জিনিয়াস’ নামের কুইজ প্রতিযোগিতা। ক্রিকেটপ্রেমীদের সুযোগ ছিল jetcricketgenius.pro ওয়েবসাইটে কুইজ খেলে আকর্ষণীয় পুরস্কার জেতার।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আয়োজিত হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠান। পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং কল্লোল গ্রুপ অব কোম্পানিজের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ইসরাত জাহান চৌধুরী।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে নিজের অভিজ্ঞতা শোনান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন। ঢাকা, ১৬ নভেম্বর ২০২৪
ছবি: প্রথম আলো

এ সময় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমি বরাবরই কুইজে কাঁচা। অত ভালো পারি না। তাই পুরস্কারও খুব একটা পাই না। আপনারা জিনিয়াস বলেই বিজয়ী হয়েছেন। প্রথম আলো ও জেটকে ধন্যবাদ এ রকম আয়োজন করার জন্য, স্পোর্টসের সঙ্গে থাকার জন্য।’

আনিসুল হক বলেন, ‘জিনিয়াস মানে হচ্ছে যাঁরা ভালো লাগার বিষয়ে সিরিয়াস, নিজের ধ্যানজ্ঞান সব সেই বিষয়েই দেবেন। সুতরাং এ আয়োজনে যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁরা জিনিয়াস। জেট আমাদের দীর্ঘদিনের সঙ্গী। আমরা সব সময় জেট এবং কল্লোল গ্রুপের উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।’

ভবিষ্যতে এমন আয়োজনের সঙ্গে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন কল্লোল গ্রুপ অব কোম্পানিজের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ইসরাত জাহান চৌধুরী। ঢাকা, ১৬ নভেম্বর ২০২৪
ছবি: প্রথম আলো

কল্লোল গ্রুপ অব কোম্পানিজের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ইসরাত জাহান চৌধুরী বলেন, ‘জেটের পণ্যগুলো যুগের সঙ্গে তাল মিলিয়ে ভোক্তার দৈনন্দিন চাহিদা জোগানোর জন্য তৈরি করা হয়। পাশাপাশি আমরা উপলক্ষ খুঁজি, যার মাধ্যমে মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়া যায়। প্রথম আলোকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমাদের যুক্ত করার জন্য। আশা করি, ভবিষ্যতেও এ রকম আয়োজনে প্রথম আলো ও কল্লোল গ্রুপ একসঙ্গে পথ চলবে।’

কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ডিজিটাল মার্কেটিং বিভাগের প্রধান রিফাত আহমেদ বলেন, ‘গত বছর বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষেও প্রথম আলো ডটকম ও জেট যৌথভাবে এই কুইজের আয়োজন করেছিল। সেবার অংশগ্রহণকারীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম আমরা। তারই অনুপ্রেরণায় এবারের আয়োজনও সফলভাবে শেষ হলো। বিজয়ীদের অভিনন্দন জানাই।’

আয়োজনটির নানা দিক দিয়ে প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘প্রথম আলো ডটকম সব সময় পাঠক-দর্শকদের জন্য ক্রিকেট-ফুটবলসহ ক্রীড়াজগতের নানা আসরে বর্ণাঢ্য আয়োজন নিয়ে হাজির হয়। টি-২০ বিশ্বকাপ ক্রিকেটেও তার ব্যতিক্রম হয়নি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখব। আশা করি, কল্লোল গ্রুপও এসব আয়োজনে আমাদের সঙ্গে থাকবে।’

প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন রনি জানান, কুইজ প্রতিযোগিতাটি চার রাউন্ডে অনুষ্ঠিত হয়। প্রতিদিন পাঁচটি করে কুইজ খেলার সুযোগ ছিল অংশগ্রহণকারীদের। যিনি কম সময়ে বেশি সঠিক উত্তর দিয়েছেন, তিনি প্রতিদিনের বিজয়ী আর প্রতিদিন খেলে লিডারবোর্ডে যাঁরা সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন, তাঁদের মধ্য থেকে মেগা বিজয়ীদের নির্বাচন করা হয়। রাউন্ডভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় মোট ২ হাজার ৬৫২ জন প্রতিযোগী অংশ নেন।

‘জেট টি-২০ ক্রিকেট জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ঢাকা, ১৬ নভেম্বর ২০২৪
ছবি: প্রথম আলো

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সহকারী ব্যবস্থাপক ওবিএম আলমগীর কবীর, জ্যেষ্ঠ নির্বাহী মাহমুদুল হাসান এবং কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ডিজিটাল মার্কেটিং বিভাগের নির্বাহী শেখ মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।

এই কুইজ প্রতিযোগিতায় পাঁচজন মেগা বিজয়ীর প্রত্যেকে পুরস্কার হিসেবে পান কল্লোল গ্রুপের পক্ষ থেকে একটি সুদৃশ্য হাতঘড়ি। তাঁরা হলেন চট্টগ্রামের মো. কফিল উদ্দিন মাহমুদ, পঞ্চগড়ের মো. ফাহিম আখতার ও রামানন্দ অধিকারী, ঢাকার নিয়াজ ইসলাম আরিফ ও মো. মাহমুদুল হাসান।

মেগা বিজয়ী নিয়াজ ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ক্রিকেট আমার খুব পছন্দের খেলা। টিভিতে কোনো টুর্নামেন্ট বা প্রিয় দলের খেলা থাকলেই দেখতে বসে যাই। ভালো লাগে ক্রিকেট নিয়ে জানতে এবং জানাতে। প্রথম আলো ও জেটকে ধন্যবাদ আমার এই ভালো লাগা প্রকাশের সুযোগ দেওয়ার জন্য।’

কুইজ চলাকালীন প্রতিদিনের বিজয়ী হিসেবে আকর্ষণীয় উপহার পেয়েছেন ঢাকার মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী হাসান, আনোয়ার হোসেন, মুশফিক আহমেদ, রুবেল রানা, মো. ফারুক হোসেন, রিফাত হোসেন, মো. আল-মামুন, মো. নাফিমুল হক, মোশারফ হোসেন, মইনুদ্দিন জিহাদ, মো. মাসুদ ও মো. আসলাম শরীফ, ফরিদপুরের নুর আলম, গাজীপুরের রুদ্র নীল, বরিশালের সৈয়দ মঈদুল ইসলাম, দিনাজপুরের মো. নাইম চৌধুরী ও শাহাদত হোসেন স্বপন, চট্টগ্রামের আয়েশা সিদ্দিকা, জিল্লুর রহমান ও জসিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জের নবিউল ইসলাম ও মিল্টন, গাইবান্ধার মাহামুদুল ইসলাম মাজেদ এবং যশোরের আরিফুল ইসলাম।