পুলিশের ৩০ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ৯ জন অতিরিক্ত উপমহাপরিদর্শকসহ ৩০ জনকে বদলি করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলির তালিকায় পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপাররা রয়েছেন।
প্রজ্ঞাপনে দেখা যায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলামকে রাজশাহীর সারদাতে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আসাদ উল্লাহ চৌধুরীকে বিশেষ শাখায় (এসবি), পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক আলমগীর কবিরকে সারদা পুলিশ একাডেমি ও শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক এম এ মাসুদকে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে, অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে রংপুরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলামকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপমহাপরিদর্শক নাবিদ কামাল শৈবালকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির অতিরিক্ত উপমহাপরিদর্শক জিয়াউল আহসান তালুকদারকে ট্যুরিস্ট পুলিশে এবং অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক শামিমা ইয়াছমিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশে পদোন্নতির পাশাপাশি বদলি ও পদায়ন করা হচ্ছে।