ছোট্ট শিশু আবরার ফাহাদের চিকিৎসায় সহায়তা দরকার 

আবরার ফাহাদ

ছোট্ট শিশুটির নাম আবরার ফাহাদ। বয়স এখনো দুই বছর পূর্ণ হয়নি। মায়ের পেটে থাকা অবস্থাতেই বাবা তাদের ছেড়ে অন্যত্র চলে যান। সহায়-সম্বলহীন মায়ের সঙ্গে ঠাঁই হয় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামে, ছিন্নমূল আশ্রয়কেন্দ্র আমিরাত পল্লিতে।

সম্প্রতি আবরারের কিডনির পাশে বড় একটি টিউমার শনাক্ত হয়েছে। টিউমারটি ক্যানসারের জীবাণুবাহী। বর্তমানে শিশুটি মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন। টিউমার অস্ত্রোপচারের প্রস্তুতি হিসেবে তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, আবরার ফাহাদের চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। এ পর্যন্ত শিশুটির চিকিৎসা চলছে তার এক চাচা ও স্থানীয় লোকজনের সহায়তায়। এ অবস্থায় আবরারের আরও অনেক অর্থের প্রয়োজন।

আবরারকে সাহায্য পাঠাতে পারেন এই হিসাব নম্বরে—মো. সোলায়মান (আবরারের চাচা), হিসাব নম্বর: ২০৫০২৪১০২০০১৬৬৬১৪, মোরেলগঞ্জ শাখা, ইসলামী ব্যাংক, রাউটিং নম্বর: ১২৫০১১০৩৭। বিকাশ ও নগদ—০১৯১৮-২৮৫৪২১। পে-প্যাল: [email protected]বিজ্ঞপ্তি