সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজম কারাগারে

সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হচ্ছেছবি: আসাদুজ্জামান

পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চকবাজার থানায় দায়ের করা রাকিব হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আজ বৃহস্পতিবার বেলা ২টার পর ঢাকার সিএমএম আদালতে আনা হয়। এরপর তাঁকে এ মামলায় ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়। তবে মামলার মূল নথি মহানগর দায়রা আদালতে থাকায় রিমান্ডবিষয়ক শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। পরে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে সোলাইমান সেলিম দুই হাত উঁচু করে চিৎকার করে বলতে থাকেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। সোলাইমান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে।

অন্যদিকে মিরপুর থানায় দায়ের করা নাহিদুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আসামিপক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আলী আজমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে সোলাইমান সেলিমকে ও  হাজারীবাগ থেকে আলী আজমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শীর্ষ পর্যায়ের অন্তত ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন