মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনে রাজনৈতিক দলের দুজন কর্মীর নাম এসেছে: র‍্যাব

মঙ্গলবার ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন লাগানো হয়। এতে এক মা ও তাঁর শিশু সন্তানসহ চারজন নিহত হনফাইল ছবি

রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় চারজনের জড়িত থাকার তথ্য পেয়েছে র‍্যাব। তাঁদের মধ্যে দুজন সরকারবিরোধী রাজনৈতিক দলের কর্মী, বাকি দুজন ভাসমান (সুনির্দিষ্ট ঠিকানা নেই) ব্যক্তি বলে র‍্যাব জানিয়েছে।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব-৩–এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব কথা বলেন। দেশের রেল যোগাযোগের নিরাপত্তা জোরদারের বিষয় নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র‍্যাবের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ট্রেনে আগুন লাগার ঘটনায় বেশ কিছু সূত্র (ক্লু) ও নাম পেয়েছি। যাঁদের নাম ও ছবি পেয়েছি, তাঁদের মধ্যে দুজন বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত, আর দুজন ভাসমান ব্যক্তি  বলে জানতে পেরেছি। এখন যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।’

আরও পড়ুন

রেলে নাশকতার কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে র‌্যাব।

গত সোমবার রাত ১১টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। গত মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকায় ট্রেনটিতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পর ট্রেনটি থামে প্রায় ১২ কিলোমিটার দূরে এসে ঢাকার তেজগাঁও রেলস্টেশন এলাকায়। আগুনে ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ পুড়ে যায়। পরে একটি বগি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতে ক্ষতিগ্রস্ত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক খালেদ মোশারফ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এর আগে দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম পাওয়া গেছে। তাঁদের বিষয়ে প্রাপ্ত তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে। তিনি বলেন, যেকোনো ঘটনার পরে ডিবি সব সময় ছায়াতদন্ত করে। রেলে নাশকতা ও দুর্বৃত্তায়নের কারণে শিশুসহ চারটি তাজা প্রাণ চলে যায়।

হারুন অর রশীদ বলেন, ‘যারা এ কাজটি করেছে, তারা ২৮ নভেম্বরের পর থেকেই নির্বাচনকে ভন্ডুল করতে ও সাধারণ মানুষকে আতঙ্কিত করতে এমন কাজ করেছে। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় তারা বাসে আগুন লাগাচ্ছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। নতুন করে তারা এখন ট্রেনে আগুন লাগানো শুরু করেছে। আশা করছেন, তাদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।’

আরও পড়ুন

এদিকে আজ বেলা দেড়টার দিকে মেট্রোরেলের আগারগাঁও স্টেশন নিরাপত্তা পরিদর্শন করতে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মোহনগঞ্জ ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও ফুটেজ সংগ্রহ করে কাজ করা হচ্ছে। ওই ঘটনায় অগ্রগতি আছে। গণমাধ্যমে জানাতে আরেকটু সময় লাগবে। তদন্তে পারদর্শী পুলিশের সব ইউনিট তদন্ত করছে।

আরও পড়ুন