গৃহকর্মী কল্পনাসহ নির্যাতনের শিকার শিশু ও নারীদের দেখতে হাসপাতালে উপদেষ্টা
নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনাসহ অন্য শিশু ও নারীদের দেখতে আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এ সময় তিনি তাদের সুচিকিৎসার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধীদের শাস্তি নিশ্চিতের ওপরও জোর দেন তিনি।
আজ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথাগুলো বলা হয়।
১৩ বছর বয়সী কল্পনা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নির্যাতনের শিকার হয়। নির্যাতনে তার সামনের চারটি দাঁত ভেঙে গেছে। বুক, পিঠসহ সারা শরীরে ছ্যাঁকা ও মারধরের ক্ষত। বর্তমানে সে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। দিনাত জাহান নামের এক তরুণীর বাসায় কাজ করত কল্পনা। নির্যাতনের ঘটনায় দিনাতকে আটক করেছে পুলিশ।
কল্পনাকে দেখার পর উপদেষ্টা মেডিকেলে স্থাপিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি নির্যাতনের শিকার শিশুদের দেখতে যান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।
এর আগে উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে এক সভা করনে। সেখানে তিনি বলেন, সমাজে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে। ভুক্তভোগীদের মামলাগুলোয় দ্রুত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলেই নির্যাতনের ঘটনা কমে আসবে। সবার সমন্বিত কাজের মধ্য দিয়েই সমাজ থেকে নির্যাতনের ঘটনা কমবে। তিনি হাসপাতালের জরুরি বিভাগে নারী ও শিশুদের দ্রুত সেবা দিতে আসন ফাঁকা রাখার ওপর জোর দেন।