আওয়ামী লীগ নেতা কাজী জাফর উল্যাহ গ্রেপ্তার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে তাঁর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) তালেবুর রহমান কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে পল্টন থানায় হত্যা মামলা রয়েছে।

উপকমিশনার তালেবুর রহমান আরও বলেন, পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) কার্যালয়ে নেওয়ার পর কাজী জাফর উল্যাহ অসুস্থবোধ করেন। পরে তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন।  

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।