দুই বিশ্ববিদ্যালয়ে ‘ইন-জিনিয়াস প্রতিযোগিতার’ অ্যাকটিভেশন অনুষ্ঠিত
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যাম্পাসে আজ বেলা ১১টায় এবং উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পসে দুপুরে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অ্যাকটিভেশন পর্ব অনুষ্ঠিত হয়।
পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতা বাড়াতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতা। এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং দুপুরে উত্তরা ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অ্যাকটিভেশন পর্ব অনুষ্ঠিত হয়।
প্রথম আলো ও জিপিএইচ ইস্পাত যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে। আয়োজনের একাডেমিক পার্টনার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
দুটি অনুষ্ঠানে প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে স্মরণ করে তাঁর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। ইন-জিনিয়াস প্রতিযোগিতার একাডেমিক সমন্বয়ক প্রকৌশলী আশরাফুল আল শাকুর প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি উপস্থাপন করেন।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান বলেন, ইন–জিনিয়াস প্রতিযোগিতা নতুন প্রজন্মের প্রকৌশলীদের আরও সচেতন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার জাকি ইমাম বলেন, ‘আমার বিশ্বাস, আমাদের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের দক্ষতা দিয়ে সফলতা অর্জন করবে।’
একই বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক এ এফ এম আব্দুর রউফ বলেন, এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মেধা, জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে সর্বোচ্চ চেষ্টা করবে এবং সুযোগগুলো কাজে লাগাবে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সাগর কুমার পোদ্দার বলেন, প্রতিযোগিতায় জয়ী হওয়ার চেয়ে অংশ নিয়ে ধাপগুলো অতিক্রম করতে পারাটাই অনেক গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের প্রভাষক মো. আসাদুজ্জামান রাসেল।
উত্তরা ইউনিভার্সিটি
উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত অ্যাকটিভেশনে স্বাগত বক্তব্যে মুনির হাসান এই আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. কাজী মহিউদ্দীন বলেন, এই ধরনের আয়োজনে অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৌশলচর্চা বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবে।
স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘দেশবরেণ্য প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ এবং তাঁদের কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা জানার সুযোগ হবে এই আয়োজনের মাধ্যমে।’
স্কুল অব সিভিল এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সুলতানুল ইসলাম বলেন, পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার অনুপ্রেরণা পাবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন-জিনিয়াস প্রতিযোগিতার সমন্বয়ক মো. নূরুজ্জামান নাদিম।
আয়োজকেরা জানান, এই প্রতিযোগিতায় পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ এবং সদ্য স্নাতক পাস করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। নিবন্ধন করতে লগইন করতে হবে এই ঠিকানায় (www.prothomalo.com/engenius)।