ঢাকা পর্বে ফ্যান্টাসি কিংডমে দুই দিনের উৎসব শুরু আজ
এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা পর্বের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের দুই দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠান ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আজ সোমবার শুরু হচ্ছে। প্রথম দিনে ঢাকা জেলার ১০ হাজার শিক্ষার্থী অংশ নেবে। উৎসবের দ্বিতীয় দিন ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার আরও ৯ হাজারের বেশি কৃতী শিক্ষার্থী অংশ নেবে।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে এ জিপিএ-৫ উৎসব।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ আর সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। দুই দিনই জিপিএ-৫ উৎসব সকাল ৯টায় শুরু হয়ে চলবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।