চট্টগ্রামের উত্তর কাট্টলীতে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের নগরীর উত্তর কাট্টলী এলাকায় বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার দিবাগত রাত ২টার দিকে উত্তর কাট্টলীর পদ্ম পুকুর পাড় এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে একাধিক ফার্নিচারের দোকান রয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, রাত ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ভোর সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি।
তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান আবদুর রাজ্জাক।