২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সমাজকল্যাণসচিব বাধ্যতামূলক অবসরে, পিএসসির সচিব ওএসডি

জনপ্রশাসন মন্ত্রণালয়

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিসিএস ১১তম ব্যাচের কর্মকর্তা ইসমাইল হোসেন এর আগে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তাঁকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়। পরে ১ অক্টোবর তিনি মন্ত্রণালয়ে যোগ দেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সমাজকল্যাণসচিবের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাঁকে চাকরি থেকে অবসরে পাঠানো প্রয়োজন বলে মনে করে। সরকারি চাকরি আইন ২০১৮–এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাঁকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো। সচিব বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।’

এদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের (পিএসসি) সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ আলাদা এক প্রজ্ঞাপনে তাঁকে ওএসডি করা হয়। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ছিলেন। গত জুনে তাঁকে সুরক্ষা সেবা বিভাগ থেকে পিএসসিতে বদলি করা হয়। বিসিএস ১১তম ব্যাচের কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট ভাই।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সানোয়ার জাহান ভূঁইয়াকে পিএসসির সচিব করা হয়েছে।

এর আগে গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বদলি করা হয়েছে। আহসান কিবরিয়াকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরাতে এক মাসের বেশি সময় ধরে প্রশাসনের একটি অংশ দাবি জানিয়ে আসছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আহসান কিবরিয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিশেষ আস্থাভাজন ছিলেন।