লাইটার জাহাজ থেকে ছিটকে পড়ে তরুণ নিখোঁজ

লাইটার জাহাজ থেকে ছিটকে পড়ে নিখোঁজ মো. রাকিব (১৮)ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের কাছে একটি লাইটার জাহাজ থেকে সাগরে ছিটকে পড়ে এক তরুণ নিখোঁজ রয়েছেন। তাঁর নাম মো. রাকিব হোসেন (১৮)। তিনি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাকিব সানি-৫ নামের একটি লাইটার জাহাজ থেকে ছিটকে পড়েন। তিনি ওই জাহাজে খালাসি হিসেবে কর্মরত ছিলেন।

হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান বলেন, ‘নিখোঁজ রাকিবের সন্ধানে আমরা চেষ্টা করছি। ভাসানচর কোস্টগার্ডকেও জানানো হয়েছে। তবে সকাল থেকে নদী উত্তাল থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’

সানি-৫ জাহাজের কোয়ার্টার মাস্টার মো. মামুন বলেন, জাহাজটি চট্টগ্রাম থেকে গম নিয়ে ঢাকা যাচ্ছিল। গতকাল বিকেলে ভাসানচরের পূর্ব পাশে এলে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে জাহাজটি। এ সময় রাকিব জাহাজের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে ছিটকে সাগরে পড়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।

রাকিবের মামাতো ভাই মো. রাসেল প্রথম আলোকে বলেন, রাকিব নিখোঁজ থাকার বিষয়টি জাহাজ কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানিয়েছে। রাকিবকে উদ্ধারের জন্য নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতা কামনা করেন তিনি।