সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে বিএনপি এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সমাবেশকে ঘিরে রাজনৈতিক আলোচনা তুঙ্গে। কালকের সমাবেশস্থল নিয়েই মূলত এ আলোচনা। আজ এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১২টি বিদেশি মিশন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে যৌথ বিবৃতি দিয়েছিল, তাতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করা হয়েছে বলে মনে করছে সরকার। আজ যুক্তরাষ্ট্রসহ ১৩টি মিশনের রাষ্ট্রদূতদের ডেকে সরকারের এ অবস্থান তুলে ধরা হয়। এ খবরেও পাঠকের আগ্রহ ছিল ব্যাপক। এর পাশাপাশি অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

এমন অকূটনৈতিক আচরণ থেকে বিরত থাকবেন: ১৩ মিশনপ্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়

আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলায় ঘটনায় ১৩টি বিদেশি মিশনপ্রধানকে ডেকে কথা বলার পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
ছবি: তানভীর আহাম্মেদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারকে পাশ কাটিয়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতাবর্জিত আচরণ কেবলই পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে। বিস্তারিত পড়ুন...

নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপিকে গোলাপবাগে সমাবেশের পরামর্শ পুলিশের

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে প্রথম আলোকে বলেন, ‘জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা বিএনপিকে গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ দিয়েছি।’ বিস্তারিত পড়ুন...

মৌসুম শেষ না হতেই আম রপ্তানিতে রেকর্ড

বিদেশে পাঠানোর জন্য চলছে আম প্রক্রিয়াজাতের কাজ। রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামে
ফাইল ছবি

গত বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৭৫৭ মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল, যা এর আগের বছরে ছিল ৭৯১ মেট্রিক টন। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ উইং সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত সময়ে ২ হাজার ১২৩ টন আম রপ্তানি হয়েছে। বিস্তারিত পড়ুন...

বিশ্ব রেকর্ড গড়লেন সৌদ শাকিল

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৫৭ রান করেন সৌদ শাকিল
ছবি: এএফপি

মাইলফলক স্পর্শ করে ব্যাট উঁচিয়ে ধরছেন সৌদ শাকিল। পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান এমন একটি মুহূর্তের জন্ম দিলেন আজও। বিস্তারিত পড়ুন...

এমআর-নাইন: গুপ্তচর চরিত্রে কে এই সাক্ষী প্রধান

কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত ‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমায় দেবী নামে এক ভারতীয় গুপ্তচর চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী সাক্ষী প্রধান। বিস্তারিত পড়ুন...