ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

ডেঙ্গুফাইল ছবি: বাসস

দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আজ শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে।

এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৫০ জনের মৃত্যু হলো। আর চলতি মাসে এখন পর্যন্ত এ সংখ্যা ৫৩ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে মারা যাওয়া অন্য চারজনের মধ্যে দুজনের বরিশাল বিভাগে, আর চট্টগ্রাম বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে দুজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ২৪৩ জন। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশের হাসপাতালে ১৪৫, চট্টগ্রাম বিভাগে ১৬৩, খুলনা বিভাগে ১১০, বরিশাল বিভাগে ১৩১, রাজশাহী বিভাগে ৩৩, ময়মনসিংহ বিভাগে ৪১, রংপুর বিভাগে ৫ জন ও সিলেটে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ২ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর এখন পর্যন্ত ৭১ হাজার ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ২৪১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৩১২ রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। আর ১২ হাজার ৩৩ ডেঙ্গু রোগী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। গত বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩৯৬ জনের মৃত্যু হয়েছিল। এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত অক্টোবর মাসে, ১৩৪ জন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। সেখানকার হাসপাতালে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। ডেঙ্গুতে তৃতীয় সর্বোচ্চ ৪১ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগের হাসপাতালগুলোয়।