অজান্তেই তরুণের হাত লাগে বিদ্যুতের খুঁটিতে, এরপর যা ঘটল

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত তরুণ মো. রিয়াদছবি সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে বাড়ি ফিরছিলেন দাখিল পরীক্ষার্থী মো. রিয়াদ (১৮)। পথে ঘটে গেল বিপত্তি। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে একপর্যায়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে হাত লেগে যায় তাঁর। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন রিয়াদ। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিয়াদ ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর করৈয়া গ্রামের ফজলুল হকের ছেলে। আগামী বছর তাঁর দাখিল পরীক্ষা দেওয়ার কথা ছিল। গতকাল শনিবার সন্ধ্যায় উত্তর করৈয়া গ্রামে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছে গ্রামবাসী। এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সবার মধ্যে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রিয়াদ গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে পাশের গ্রামের স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান। খেলা শেষে আবার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে গ্রামীণ সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে কথা বলতে বলতে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে হাত লাগে তাঁর। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, রিয়াদ দাখিল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। একটা দুর্ঘটনা সবকিছু কেড়ে নিল।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।