সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ জানুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
ছবি: সেনাবাহিনীর সৌজন্যে

জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে নানাভাবে সহযোগিতা করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারের প্রয়োজন অনুযায়ী সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নতুন স্বপ্নের বাস্তবায়ন এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছেন। গণ-অভ্যুত্থানপরবর্তী দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা, বাস্তবতা এবং নানা বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা ও অবস্থান নিয়ে তিনি কথা বলেছেন।
বিস্তারিত পড়ুন ...

তিন ব্যাংক পেল ১২,৫০০ কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের বিশেষ ধার

ব্যাংক
প্রতীকী ছবি

বিদায়ী বছরের আর্থিক হিসাব ভালো দেখাতে বেসরকারি খাতের তিন ব্যাংককে সাড়ে ১২ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক তিনটি হলো ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক। এই টাকা দিয়ে ব্যাংকগুলো গত সোমবার বছরের শেষ দিনের চলতি হিসাবের ঘাটতি পূরণ করেছে।
বিস্তারিত পড়ুন ...

ভারী দরজা খোলার চাবি

মরচে পড়া পুরোনা ভারী দরজা খুলতে হবে। কীভাবে? লড়াইটা কি শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে চলছে? না। ‘ফ্যাসিবাদ বিলোপ’-এর লড়াইকে সুনির্দিষ্টভাবে ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে লড়াই হিসেবে হাজির করতে হবে। ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা মোটেও এককথা নয়। ধারণা হিসেবে তারা ভিন্ন এবং তাদের মোকাবিলার নীতি এবং কৌশলও ভিন্ন।
বিস্তারিত পড়ুন ...

বিসিএস প্রশাসন, ব্যাংকের এডি ও জজের চাকরি পাওয়া বাছিতও প্রজ্ঞাপনে বাদ

স্বপ্নের তিনটি চাকরিই পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করা আবদুল বাছিত মোল্লা
ছবি: সংগৃহীত

গত সোমবার ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ জন চাকরিপ্রার্থী। এর মধ্যে আবদুল বাছিত মোল্লা একজন।
বিস্তারিত পড়ুন ...

জয়সোয়ালকে আউট দেওয়া শরফুদ্দৌলার সিদ্ধান্তের পক্ষে কারা, বিপক্ষে কারা

আউট হয়ে ফিরছেন জয়সোয়াল
এএফপি

প্যাট কামিন্সের কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। তবে অস্ট্রেলিয়ার রেফারেল নেওয়ার পর টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ রিপ্লে দেখে কট বিহাইন্ড ঘোষণা করেন জয়সোয়ালকে। যদিও স্নিকো মিটারে কোনো ব্যাট কিংবা গ্লাভসের সঙ্গে বলের সংযোগের কোনো স্পাইক দেখায়নি। বলের গতিপথের পরিবর্তন দেখেই আউট ঘোষণা করেন বাংলাদেশের এই আম্পায়ার। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শেষ দিনে ভারতের ওপেনার যশস্বী জয়সোয়ালের এই  আউট নিয়ে বিতর্ক চলছেই।
বিস্তারিত পড়ুন...