সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ ও তাঁর স্ত্রী সাহিনা আহমদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর ১১টি ব্যাংক হিসাবে ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
আক্তার হোসেন আরও বলেন, বেনজীর আহমদের স্ত্রী সাহিনা আহমদের বিরুদ্ধে ৯৭ লাখ ৪৭ হাজার ৩৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। এ মামলায় বেনজীর আহমদকেও আসামি করা হয়েছে।
দুদকের মতে, সাহিনা আহমদ বেনজীর আহমদের সহায়তায় অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।