আইইউবিতে স্কোয়াশ কোর্ট ও সুইমিংপুল উদ্বোধন

স্কোয়াশ কোর্ট উদ্বোধনের পর শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাছবি: বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্কোয়াশ কোর্ট ও সুইমিংপুল উদ্বোধন করেছে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশনের মহাসচিব জি এম কামরুল ইসলাম ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।

আইইউবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষার্থীদের স্কোয়াশ খেলায় উৎসাহিত করতে স্কোয়াশ কোর্ট স্থাপন করা হয়েছে। ২০২৮ সালের অলিম্পিক গেমসে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই দিনে সুইমিংপুলও উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পুরুষ ও নারী বিভাগে আটজন শিক্ষার্থী সাঁতারে অংশ নেন।

আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ট্রাস্টি লুৎফে এম আইয়ুব, মির্জা সালমান ইস্পাহানি, হোসনে আরা আলি, তওহীদ সামাদ, ইসমাইল দোভাষ, উপাচার্য তানভীর হাসান, সহ–উপাচার্য নিয়াজ আহমদ খান ছাড়াও কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।