খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার মো. আবুল হাসানছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে রাজধানীর মণিপুরি পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ছাত্রলীগের ওই নেতার নাম মো. আবুল হাসান (৪০)। তিনি তেজগাঁও থানা ছাত্রলীগের সহসভাপতি।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ২০১৫ সালের এপ্রিল মাসে কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনী প্রচার চলছিল। সেই প্রচারে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশ নেন খালেদা জিয়া। তখন তাঁর গাড়িবহরে হামলা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা করা হয়। ওই মামলায় এজাহারনামীয় আসামি আবুল হোসেন। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।