জগন্নাথের সেই ছাত্রী শঙ্কামুক্ত নন

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী শঙ্কামুক্ত নন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আজ শুক্রবার সকালে মোটরসাইকেলে করে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন। দুপুরের পর ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হন। নিহত শিক্ষার্থীর মোটরবাইকে থাকা ওই ছাত্রী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গুরুতর আহত সেই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন। সেখানে দায়িত্বরত চিকিৎসক শাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আহত শিক্ষার্থী ডান পা, ডান হাত ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই মুহূর্তে তাঁকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ঢাকা–মাওয়া মহাসড়কে বঙ্গবন্ধু টোল প্লাজার কাছে নিমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম অভিজিৎ হালদার (২৪)। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। আহত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন