‘আর কোনো তোফাজ্জলকে হারাতে চাই না’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করা হয়। ঢাকা, ২০ সেপ্টেম্বরছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে (এফএইচ হল) চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে তোফাজ্জলের হত্যার ঘটনার বিচার দাবি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন হয়। নিহত তোফাজ্জলের গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটায়। তাঁর হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসরীন সুলতানা বলেন, ‘তোফাজ্জল শুধু পাথরঘাটার সন্তান নন, তিনি স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা আর কোনো তোফাজ্জলকে হারাতে চাই না। আমরা আশা রাখব, বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায়বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করবে।’

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলাল হোসেন বলেন, ‘তোফাজ্জলের হত্যাকাণ্ডের মতো ঘটনা কোনো প্রতিষ্ঠানে আমরা আর দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এ ঘটনার ন্যায়বিচার দাবি করছি।’

আরও পড়ুন

গত বুধবার রাতে তোফাজ্জল নামের ওই যুবককে চোর সন্দেহে আটক করে এফএইচ হলের অতিথি কক্ষে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী। সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে তাঁকে হলের ক্যানটিনে নিয়ে রাতের খাবার খাওয়ানো হয়। এরপর আবার তাঁকে হলের অতিথি কক্ষে নিয়ে ব্যাপক মারধর করা হয়। দিবাগত ১২টার দিকে হলের কয়েকজন আবাসিক শিক্ষক তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন