প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার (অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ) বেগম রাশিদা সুলতানা, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম ও যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার।
সাক্ষাৎ শেষে প্রধান বিচারপতির দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রধান বিচারপতি শপথবাক্য পড়িয়েছিলেন। তিনিসহ কমিশনের দুজন সদস্য দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছেন। প্রধান বিচারপতি অবসরে যাবেন, সম্ভাব্য সেপ্টেম্বরে। তাঁর সঙ্গে আর দেখা হবে কি না, সে জন্য সাক্ষাৎ করে তাঁরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে বেলা দেড়টার দিকে সিইসিসহ অন্যরা সুপ্রিম কোর্টে এসেছিলেন। সাক্ষাৎ শেষে বেলা দুইটার দিকে তাঁরা প্রধান বিচারপতির কার্যালয় থেকে বের হন।