শাহজাহান ওমরের জামিন, হয়নি মির্জা আব্বাসসহ অন্য নেতাদের
বাসে আগুন দেওয়ার মামলায় জামিন পেয়ে কারাগার থেকে ছাড়া পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। শাহজাহান ওমরের আইনজীবী ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির নেতা শাহজাহান ওমরকে ৪ নভেম্বর রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শাহজাহান ওমরকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, আজ ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিএনপির নেতা শাহজাহান ওমরের জামিন শুনানি হয়। নিউমার্কেট থানার যে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়, সেই মামলার এজাহারে তাঁর নাম ছিল না। সন্দেহভাজন হিসেবে তাঁকে বাসে আগুন দেওয়ার মামলায় গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে আজ জামিনের বিরোধিতা করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে শাহজাহান ওমরকে জামিন দেন।
তবে আজ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন (আলাল) ও খায়রুল কবীর খোকনের জামিন আবেদন নাকচ হয়েছে। গত ২৮ অক্টোবরে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ঘিরে সহিংসতার ঘটনায় করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে তাঁরা কারাগারে আছেন।