বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র দপ্তর
বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই নীতি অব্যাহত থাকবে। বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কেন্দ্রে থাকবে এই নীতি।
গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথু মিলার।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ২০২২ সালের সন্ত্রাসবিরোধী মার্কিন প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে। ফলে বাংলাদেশে সন্ত্রাসী ঘটনা কমেছে। তবে সাধারণ নির্বাচন-সংশ্লিষ্ট রাজনৈতিক সহিংসতাকে জঙ্গিগোষ্ঠীগুলোর পুনরুত্থানের সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের মতামত কী? তিনি কি এ বিষয়ে বাংলাদেশ সরকারকে সহায়তার জন্য কোনো পরিকল্পনার কথা বলতে পারেন?
জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, তাঁরা বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন—তাঁরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান। তাঁদের এই নীতি অব্যাহত থাকবে। বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কেন্দ্রে থাকবে এই নীতি।
প্রশ্নকারী সাংবাদিক বলেন, তাঁর প্রশ্নটি সন্ত্রাসসংক্রান্ত বিষয়ে ছিল। সন্ত্রাসবাদের উত্থান বিষয়ে ছিল। নির্বাচনের বিষয়ে ছিল না।
জবাবে ম্যাথু মিলার বলেন, তিনি বুঝতে পেরেছেন। যুক্তরাষ্ট্র কয়েক দিন আগে একটি প্রতিবেদন (সন্ত্রাসবিরোধী) প্রকাশ করেছে। এ প্রতিবেদনে যা বলা আছে, এর বাইরে তাঁর আর কোনো মন্তব্য নেই।