দাগনভূঞায় খামারে ঢুকে অস্ত্রের মুখে ১৩টি গরু লুট
ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি গরুর খামারে ঢুকে মালিক ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৩টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয় নারায়ণপুরের খান অ্যাগ্রো ফার্মে এ ঘটনা ঘটে।
পুলিশ ও খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫-২০ জন সশস্ত্র ব্যক্তি পেছনের টিনের বেড়া কেটে খামারে ঢোকে। এরপর খামারে থাকা ব্যক্তিদের মারধর করে এক পর্যায়ে হাত-পা বেঁধে ফেলে। পরে খামারের ১৩টি গরু একটি ট্রাকে তুলে নিয়ে যায়।
খামারের মালিক মো. দাউদ খান বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি ২১টি গরু লালন-পালন করে আসছেন। সেখান থেকে ১৩টি গরু লুট করা হয়েছে। লুট হওয়া সব গরু উন্নত শাহিওয়াল জাতের। প্রতিটি গরুর ওজন ছয় মণের বেশি। প্রতিটির বাজারমূল্য দুই লাখ টাকা করে ধরলে ১৩টি গরুর মূল্য ২৬ লাখ টাকা।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দীন মোহাম্মদ বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। গরু লুটের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং লুট হওয়া গরু উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।