সরবরাহ কিছুটা বাড়লেও কাটেনি গ্যাস–সংকট
সরবরাহ আগের চেয়ে কিছুটা বাড়লেও কাটেনি গ্যাস–সংকট। বিদ্যুৎ উৎপাদন খাত ও সার কারখানায় গ্যাসের সরবরাহ কিছুটা বাড়ানো হয়েছে। তবে শিল্পকারখানা ও বাসায় গ্যাসের সরবরাহ তেমন বাড়েনি। এতে করে শিল্পকারখানায় উৎপাদন ধরে রাখা নিয়ে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। বাসায় রান্নার কাজেও গ্যাস পাচ্ছেন না রাজধানী ঢাকা ও আশপাশের গ্রাহকেরা।
বাংলাদেশে তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। এর মধ্যে ৩০০ কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। দেশে গ্যাসের উৎপাদন নিয়মিত কমছে। এখন দিনে উৎপাদন হচ্ছে ১৯৬ কোটি ঘনফুট। আর কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি থেকে সরবরাহ সক্ষমতা ১১০ কোটি ঘনফুট। এখন সরবরাহ হচ্ছে ৮২ কোটি ঘনফুট। এতে দিনে এখন গ্যাস সরবরাহ নেমে এসেছে ২৭৮ কোটি ঘনফুটে। গত সপ্তাহেও দিনে সরবরাহ ছিল ২৫০ কোটি ঘনফুটের নিচে।
গ্যাসের সরবরাহ বাড়াতে খোলাবাজার থেকে আরও এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ইতিমধ্যে কেনা শুরু করেছে পেট্রোবাংলা। একটি এলএনজি জাহাজ দেশে পৌঁছার পর সরবরাহ বেড়েছে। সরবরাহ আরও বাড়ানো হচ্ছে। এ ছাড়া শিগগিরই আরেকটি জাহাজ এসে পৌঁছার কথা রয়েছে।
নারায়ণগঞ্জের অনেক এলাকায় দিনের বেলায় অধিকাংশ সময় গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস–সংকটে আবাসিক গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। জেলার ফতুল্লার শিল্পাঞ্চল ও পঞ্চবটী বিসিক শিল্পনগরীতে গ্যাসের চাপ না থাকায় শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে।
গতকাল সিদ্ধিরগঞ্জের গোদনাইল তাঁতখানা এলাকার গৃহিণী আয়েশা আক্তার বলেন, সকালে গ্যাস চলে যাওয়ায় দুপুরের খাবার তৈরি করতে পারেননি তাঁরা। বাইরে থেকে বড়দের খাবার কিনে খাওয়া গেলেও গ্যাস না থাকলে বাচ্চাদের খাবার তৈরিতে ভোগান্তি পোহাতে হয়।
গ্যাসের চাপ কম থাকায় বন্ধের দিনগুলোতেও খোলা রাখা হচ্ছে গাজীপুরের বিভিন্ন কারখানা। মহানগরীর ভোগরা, বোর্ডবাজার, ভবানীপুর ও কালিয়াকৈর উপজেলার বেশ কয়েকটি এলাকায় শিল্পকারখানা, সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে এখনো গ্যাস–সংকট রয়েছে। গাজীপুরের চন্দ্রা এলাকার একটি সিএনজি স্টেশনের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, গ্যাসের চাপ কম থাকায় গাড়িগুলোতে ঠিকভাবে গ্যাস দিতে পারছেন না। গাড়ির দীর্ঘ সারি লেগে থাকছে।
গাজীপুর তিতাসের ব্যবস্থাপক (ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন) মো. রেদোয়ান প্রথম আলোকে বলেন, কয়েক মাস ধরে গ্যাসের সমস্যা প্রকট থাকলেও গত শুক্রবার থেকে অনেকটা উন্নতি হয়েছে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন প্রতিনিধি, গাজীপুর ও নারায়ণগঞ্জ।]