ডেঙ্গু মোকাবিলায় ১০ টিম

ডেঙ্গুফাইল ছবি: বাসস

চলতি মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মশকনিধন অভিযান কর্মসূচি বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড়ভাবে তদারক করতে ১০টি টিম গঠন করা হয়েছে।

গতকাল সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা-সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের এক জরুরি সভায় কমিটিগুলো গঠন করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারটি টিম ও উত্তর সিটি করপোরেশনে তিনটি টিম কাজ করবে। নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকায় কার্যপরিচালনার জন্য পৃথক একটি টিম গঠন করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা সাভার, দোহার, তারাব, রূপগঞ্জ ও অন্যান্য পৌরসভার জন্য আরও একটি কমিটি গঠন করা হয়েছে।

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলার কাজ সমন্বয় ও তথ্য সংগ্রহের জন্য সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এসব টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সিটি করপোরেশন ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রতিদিন কমপক্ষে তিনটি ডেঙ্গু প্রাদুর্ভাব এলাকা পরিদর্শন এবং ডেঙ্গু রোগ প্রতিরোধ কার্যক্রম মনিটরিং ও তদারক করবেন।

এদিকে দেশে গতকাল সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত রোববার ডেঙ্গুতে ছয়জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। চলতি মাসের ২৩ দিনে এডিস মশাবাহিত এই রোগে ৫০ জনের মৃত্যু হলো।