চট্টগ্রামে চিনিকলের আগুন: ডাম্পিংয়ের কাজ করছে ফায়ার সার্ভিস
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এস আলম গ্রুপের চিনিকলের গুদামের আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আজ মঙ্গলবার সকালেও গুদামের ভেতরে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস এখনো আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।
সোমবার বিকেল চারটার কিছু আগে এই আগুন লাগে।
কর্ণফুলী থানার এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানটির গুদামের আগুন নেভাতে এখনো ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, আগুন তেমন আর নেই। মাঝেমধ্যে ফুলকি দেখা যাচ্ছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
কারখানাটির পাশে অপরিশোধিত চিনি রাখার পাঁচটি গুদাম ছিল। যে গুদামটিতে আগুন লেগেছে, তাতে ৬০ হাজার টন অপরিশোধিত চিনি ছিল বলে মিল কর্তৃপক্ষ দাবি করে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর পৃথক দল ঘটনাস্থলে যায়। সোমবার রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ওই চিনিগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে আজ সকালেও।
ফায়ার সার্ভিসের আবদুল মালেক বলেন, যেহেতু বড় আগুন, তাই পুরোপুরি নেভানোর পর কারণ ও ক্ষতি তদন্ত করে বলতে হবে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিভাগীয় কমিশনার কার্যালয়। তাতে প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানকে।
এদিকে আগুন লাগার পর মিলের স্থান ইছানগর ও আশপাশের এলাকায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। অপরিশোধিত চিনি ও রাসায়নিক গলে নালার মাধ্যমে চলে যাচ্ছে পাশের কর্ণফুলী নদীতে। পুরো এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।