সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৫ নভেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সিইসি ও চার কমিশনার শপথ নিলেন

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ রোববার বেলা দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও চার কমিশনারকে শপথবাক্য পাঠ করান
ছবি: মহিউদ্দিন ফারুক

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও চার কমিশনারকে শপথবাক্য পাঠ করান। বিস্তারিত পড়ুন...

ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা

যাত্রাবাড়ী মোড়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
ছবি: দীপু মালাকার

রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী, জাতীয় প্রেসক্লাব এলাকায় রোববার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যাটারিচালিত রিকশাচালকেরা। বিস্তারিত পড়ুন...

মাদারীপুরের আদালতে শাজাহান ও সোবহান, মুক্তির দাবিতে স্লোগান, গলায় ফুলের মালা

মাদারীপুরে সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও আবদুস সোবহানকে আদালতে হাজির করার সময় তাঁদের অনুসারীরা ভিড় করে। রোববার বেলা ১২টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সামনে
ছবি: প্রথম আলো

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে কলেজছাত্র দীপ্ত দে ও রাজমিস্ত্রি তাওহীদ সন্ন্যামাত হত্যা মামলায় সাবেক দুই সংসদ সদস্য শাজাহান খান ও আবদুস সোবহান ওরফে গোলাপকে রোববার প্রথমবারের মতো জেলার আদালতে হাজির করা হয়। তাঁদের আদালতে তোলার খবরে সকাল থেকেই আদালত চত্বরে ভিড় করেন আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী। এ সময় দুজনের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়। বিস্তারিত পড়ুন...

সাত তারকার অতিথিশালায় অতিথি হাসিনা কই

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল প্রকল্পের আওতায় নির্মিত বিলাসবহুল অতিথিশালা। চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকত এলাকায় সমুদ্রতীরে
ছবি: সৌরভ দাশ

৫ আগস্টের আগে শেখ হাসিনা খাতাকলমে ‘প্রধানমন্ত্রী’ থাকলেও আদতে তিনি যে কত বড় ‘রাজা’ ছিলেন, তা একটি অতিথিশালার গল্প পড়ে আরও একবার বুঝতে পারছি। সেই গল্পে দেখতে পাচ্ছি, তিনি দুই-এক বছর পর এক দুই বেলা গিয়ে একটু ভাতঘুম দেবেন, শুধুমাত্র সে জন্য কর্ণফুলীর টানেল প্রকল্পে সাত তারকা অতিথিশালা বানানো হয়েছে। সেই অতিথিশালা এখন ফাঁকা পড়ে আছে। এই খবর পড়ে মাথা ফাঁকা ফাঁকা লাগছে। বিস্তারিত পড়ুন...

বাতিল হলো নুহাশের সিনেমার ৫০ লাখ টাকার বরাদ্দ

নুহাশ
ছবি: সংগৃহীত

চার বছর আগে ‘মুভিং বাংলাদেশ’ সিনেমা নির্মাণের ঘোষণা দেন নুহাশ হুমায়ূন। প্রথম দিকে প্রযোজক–সংকট থাকলেও পরে বেশ কিছু বিদেশি উৎসব থেকে তহবিল পায় সিনেমাটি। শুধু তা-ই নয়, সিনেমাটির সঙ্গে যুক্ত হতে আগ্রহ দেখায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সর্বশেষ খবর, ‘মুভিং বাংলাদেশ’-এর জন্য বরাদ্দ ৫০ লাখ টাকা বাতিল করেছে মন্ত্রণালয়। বিস্তারিত পড়ুন...