ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের ওপর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার ২০ রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছিল। আর ৮৬৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১৮। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ৪০২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এত দিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকায় অনেক বেশি ছিল। কিছুদিন ধরে ঢাকার বাইরের বিভিন্ন জেলায়ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩৭ হাজার ১৫১। এর মধ্যে ঢাকায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৪৭১ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৮০ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩৬ জন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৮০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৫৬ জন। চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮১ জনের, আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৯ জন। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্ত মানুষের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন। এ বছর এখন পর্যন্ত ৩৩ হাজার ৩৮৫ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।