‘আদিবাসী’ ছাত্র-জনতার ওপর হামলার নিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, পাঠ্যপুস্তকে আদিবাসীদের স্বীকৃতির দাবিতে বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে শিক্ষার্থীদের পক্ষ থেকে শান্তিপূর্ণ জমায়েতের আয়োজন করা হয়। এ সময় ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠনও সেখানে সমবেত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একপর্যায়ে আদিবাসী স্বীকৃতির দাবিতে জমায়েতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অনেক শিক্ষার্থী গুরুতর আহন হন। আহত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন শিক্ষার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, ববি বিশ্বাস ও রাহী নায়েবও আছেন। ববি ও রাহী চিকিৎসা থেকে বাড়িতে ফিরলেও শ্রেষ্ঠা হাসপাতালে চিকিৎসাধীন।
বিভিন্ন গণমাধ্যমের হামলাকারীদের ছবি ও ভিডিও ফুটেজ দেখা গেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।