বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কনকা টিভিতে নতুন ফিচার ও বিশেষ ছাড়
বর্তমান বিশ্বে প্রতিনিয়ত উন্নতি হচ্ছে প্রযুক্তিপণ্যের, যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার ও সুবিধা। সেসব উন্নত প্রযুক্তির সংযোজন ঘটেছে কনকা এলইডি টিভিতেও। এসব সুবিধা ও ফিচার থাকায় কনকা টিভি ব্যবহারকারীরা পাবেন নতুন অভিজ্ঞতা। আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কনকা টিভিতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম—
ট্রু কালার এইচডিআর টেকনোলজি: বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক ব্র্যান্ডের টিভিই ফিচারটি যুক্ত করেছে। তবে ‘হাই ডায়নামিক রেঞ্জ (এইচডিআর) টেকনোলজি’ আর ‘ট্রু কালার টেকনোলজি’ একেবারেই আলাদা। ‘ট্রু কালার’ থাকায় কনকা টিভি প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কালার তৈরি করবে। যার কারণে ছবি হয় মানসম্মত আর দর্শকেরা তা অত্যন্ত প্রাণবন্তভাবে উপভোগ করতে পারবেন।
ডায়নামিক কালার কনট্রাস্ট: আমরা যখন টিভিতে কোনো কিছু দেখি, তখন কালার কনট্রাস্টের গুরুত্ব অনেক বেশি থাকে। কালার কনট্রাস্ট যদি ঠিক না থাকে সে ক্ষেত্রে ভিডিওর মান ভালো দেখায় না। আর তাই কনকা টিভিতে যুক্ত করা হয়েছে ডায়নামিক কালার কনট্রাস্ট, যার ফলে প্রতিটি ভিডিও হয় মানসম্মত আর প্রাণবন্ত।
জিরো এক্স রেডিয়েশন: বিশ্বকাপের কথা মাথায় রেখে কনকা টিভিতে যুক্ত করা হয়েছে জিরো এক্স রেডিয়েশন। যেহেতু ক্রিকেট দীর্ঘ সময়ের খেলা, ফলে টিভির মনিটরে দীর্ঘক্ষণ চোখ রাখলে অনেক সময় চোখ জ্বালাপোড়া করে। তাই কনকা টিভিতে ‘জিরো এক্স রেডিয়েশন টেকনোলজি’ যুক্ত করায় দীর্ঘ সময় টিভি দেখলেও চোখের কোনো সমস্যা হবে না।
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে কনকার শোরুম থেকে টিভি কিনলেই থাকছে ১০ শতাংশ ছাড়। এ ছাড়া ক্রেতা যদি ‘রবি এলিট কাস্টমার’ বা ‘জিপি স্টার’ অথবা ‘বাংলালিংক ই-অরেঞ্জ’ হন, তাহলে পাবেন ১২ শতাংশ পর্যন্ত ছাড়।
এ ছাড়া অ্যান্ড্রয়েড এলিভেন উইথ ভয়েস কন্ট্রোল এবং কার্নেল ভার্সন একসঙ্গে বাংলাদেশে প্রথম চালু করেছে কনকা। ফলে কনকা টিভিতে একসঙ্গে আট হাজারেরও বেশি অ্যাপস স্টোরেজ করা সম্ভব।
গান শোনা ও খেলা বা সিনেমা দেখার জন্য সাউন্ড খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টিকে মাথায় রেখে বিশ্বের বিখ্যাত সাউন্ডমেকার ডলবি ডিজিটাল কর্তৃক সার্টিফায়েডকৃত সাউন্ড যুক্ত করেছে কনকা। এর ফলে কনকা টিভি সাউন্ডের দুনিয়ায় উন্মোচন করেছে এক নতুন দিগন্ত।
এত আধুনিক প্রযুক্তিসুবিধা একই সঙ্গে থাকায় কনকা টিভি বাংলাদেশের মানুষের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে। কনকার মানসম্মত পণ্য এখন বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে। কনকা সব সময়ই সাধ্যের মধ্যে মানসম্মত পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। ভবিষ্যতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও কনকার পণ্য রপ্তানির লক্ষ্যে কাজ চলছে।
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে কনকার শোরুম থেকে টিভি কিনলেই থাকছে ১০ শতাংশ ছাড়। এ ছাড়া ক্রেতা যদি ‘রবি এলিট কাস্টমার’ বা ‘জিপি স্টার’ অথবা ‘বাংলালিংক ই-অরেঞ্জ’ হন, তাহলে পাবেন ১২ শতাংশ পর্যন্ত ছাড়।
এ ছাড়া কনকার ‘সবার জন্য ভালো অফার’-এ চাকরিজীবী ও শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ১২ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।